জনতা ব্যাংক মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম
জনতা ব্যাংক বিভিন্ন ধরণের আমানত পণ্য অফার করছে "জনতা ব্যাংক মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম" তার মধ্যে একটি। এটি বিভিন্ন মেয়াদ এবং পরিমাণ সহ একটি বিশেষ সঞ্চয় পরিকল্পনা যা গ্রাহকদের মাসিক জমা করতে এবং মেয়াদ শেষে লাভসহ মূলধন ফেরত দেয়।
জনতা ব্যাংক মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম |
যারা জনতা ব্যাংক এ মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম একাউন্ট খুলতে পারবে
১৮ বছর বয়সী প্রাপ্ত বয়ষ্ক বাংলাদেশী নাগরিক এমনকি অপ্রাপ্তবয়ষ্কদের নামেও তার লিগ্যাল অবিভাবক জনতা ব্যাংকে JMDS একাউন্ট খুলতে পারবেন।
জনতা ব্যাংক মিলিয়নিয়ার স্কীমের বৈশিষ্ট্যসমূহ
- গ্রাহক চাইলে বাংলাদেশে জনতা ব্যাংকের যে কোন শাখায় মিলয়নিয়ার স্কীমটি খুলতে পারবেন।
- জনতা ব্যাংক সময়োপযোগী মুনাফার হার প্রদান করে থাকে।
অর্থ্যাৎ, জনতা ব্যাংক বাংলাদেশের অন্যান্য ব্যাংকের সাথে মুনাফার হারের সামঞ্জস্য রেখে মুনাফার হার প্রণয়ন করে থাকে।
- জনতা ব্যাংকের মিলিয়নিয়ার স্কীমের অন্যতম একটি বৈশিষ্ট্য ৯০% পর্যন্ত SOD লোন সুবিধা। এই লোনের মেয়াদ হয়ে থাকে ১ বছর। গ্রাহক চাইলে EMI পদ্ধতিতেও এই লোন পরিশোধ করতে পারবেন।
- মেয়াদপূর্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা।
অর্থ্যাৎ, গ্রাহক জরুরী প্রয়োজনে চাইলে মেয়াদ পূর্তির পূর্বেও টাকা উত্তোলন করতে পারবেন, প্রযোজ্য ক্ষেত্রে মুনাফা ও পাবেন।
জনতা ব্যাংক মিলিয়নিয়ার স্কীমে কিস্তি
জনতা ব্যাংকের মিলিয়নিয়ার স্কীমের কিস্তি জমা প্রদানের তারিখ ১১ থেকে ২০ তারিখ। যদি কোনো গ্রাহক পরপর ২ মাসের কিস্তি জমা দিতে ব্যর্থ হোন তবুও তিনি তৃতীয় মাসে খুব অল্প জরিমানা সহ স্কীমটি চালিয়ে যেতে পারবেন
কিস্তি জমার পরিমাণ
২৫,৩৭০/-, ১৮,৪৭০/-, ১৪৩৫০/-, ১১,৬১০/-, ৯,৬৬০/-, ৮,২০০/-, ৭,০৭০/-, ৬,১৮০/-, ৪,৮৪০/-, এবং ৩৫৩০/-
জনতা ব্যাংক মিলিয়নিয়ার স্কীমে মেয়াদ পূর্তির পর প্রাপ্ত টাকার পরিমাণ
- মাসিক ৩,৫৩০/- জমায় মাত্র ১৫ বছরে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ৪,৮৪০/- জমায় ১৫ বছর মেয়াদে গ্রাহক মেয়াদ শেষে পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ৬,১৮০/- জমায় ১০ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ৭,০৭০/- জমায় ৯ বছর মেয়াদে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ৮,২০০/- জমায় ৮ বছর মেয়াদে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ৯,৬৬০/- জমায় ৭ বছর মেয়াদে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ১১,৬১০/- জমায় গ্রাহক ৬ বছর মেয়াদ শেষে পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ১৪,৩৫০/- জমায় ৫ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ১৮,৪৭০/- জমায় ৪ বছর মেয়াদে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
- মাসিক ২৫,৩৭০/- জমায় ৩ বছর মেয়াদে গ্রাহক পাবেন ১০ লক্ষ টাকা।
মেয়াদপূর্তির পূর্বে মিলিয়নিয়ার স্কীমটি ভেঙ্গে ফেললে
- ১ বছর উত্তীর্ণ হওয়ার আগে হিসাব বন্ধ করা হলে অথবা হিসাবধারীর মৃত্যু হলে নিয়মানুযায়ী সরকারি কর ও অন্যান্য পাওনা কর্তনের পর অবশিষ্ট চাকা হিসাবধারীকে/ নমিনীকে ফেরত দেয়া হবে। এক্ষেত্রে কোন প্রকার সুদ করা হবে না।
- ১ বছরের বেশি কিন্তু ৩ বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে গ্রাহক পদত্ত জমা টাকার উপর ৩% হারে সুদ প্রদান করা হবে।
- ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে মাসিক প্রদত্ত জমা টাকার উপর ৪% হারে সরল সুদ দেয়া হবে।
- ৫ বছরের বেশি কিন্তু ১০ বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে মাসিক প্রদত্ত জমা টাকার উপর ৫% হারে সরল সুদ দেয়া হবে।
- ১০ বছরের বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর হিসাব বন্ধ করা হলে গ্রাহক প্রদত্ত জমা টাকার উপর ৬% হারে সরল সুদ পাবেন।
জনতা ব্যাংক মিলিয়নিয়ার স্কীম করতে কী কী ডকুমেন্টস লাগে
- একাউন্ট হোল্ডারের NID বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- একাউন্ট হোল্ডারের সদ্য তোলা পাস সাইজের ২ কপি ছবি। একাউন্ট হোল্ডারের ছবি দুটি অবশ্যই পরিচায়ক বা Introducer দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে।
- নমিনীর NID বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
- নমিনীর ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যা একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।
- টিন সার্টিফিকেট (যদি থাকে)। টিন সার্টিফিকেট থাকলে গ্রাহকের ট্যাক্স কর্তন হবে ১০% আর টিন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে ১৫%।
- জনতা ব্যাংকে গ্রাহকের অবশ্যই একটি সেভিংস একাউন্ট থাকতে হবে।