আইএফআইসি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট

আইএফআইসি ব্যাংক এফডিআর

আইএফআইসি ব্যাংকের ফিক্সড ডিপোজিড বা এফডিআর হচ্ছে যেকোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদপূর্তির পর মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া। আইএফআইসি ব্যাংক এফডিআর এ দিচ্ছে সর্বোচ্চ মুনাফা।


আইএফআইসি ব্যাংক এফডিআর, আইএফআইসি ব্যাংক এফডিআর রেট, আইএফআইসি ব্যাংক এফডিআর রেট ২০২৪, আইএফআইসি ব্যাংক সুদের হার, ific bank fdr rate, ific bank fdr
আইএফআইসি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট


আইএফআইসি ব্যাংক এফডিআর এর বৈশিষ্ট্য

  • আইএফআইসি ব্যাংক এর ফিক্সড ডিপোজিট বা এফডিআর একাউন্ট টি যেকোনো শাখা বা উপশাখায় খোলা যায়।
  • আইএফআইসি ব্যাংক এর সর্বোচ্চ সুদ দেয়া আকর্ষণীয় এই এফডিআর একাউন্ট টি সুদ দেয়ার পাশাপাশি গ্রাহকের জরুরী প্রয়োজনে ৯০% পর্যন্ত Credit Facility বা SOD লোন সুবিধা প্রদান করে থাকে।
  • আইএফআইসি ব্যাংক এর এফডিআর একাউন্টটির টাকা মেয়াদ পূর্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে। প্রযোজ্য ক্ষেত্রে সুদ ও প্রদান করে থাকে।


আইএফআইসি ব্যাংক এফডিআর এর মেয়াদ এবং সুদের হার

  • আইএফআইসি ব্যাংক ১ মাস মেয়াদী এফডিআর এ ইন্টারেস্ট প্রদান করে ৫%। ১ কোটি বা তদূর্ধ্ব হলে ১ মাস মেয়াদী এফডিআর এ মুনাফা প্রদান করে ৬%
  • ৩ মাস মেয়াদী এফডিআর এ  যে কোন পরিমাণ টাকায় আইএফআইসি ব্যাংক মুনাফা প্রদান করে ৮%
  • ৬ মাস মেয়াদী এফডিআর এ আইএফআইসি ব্যাংক যে কোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৮.২৫%
  • ১ বছর মেয়াদী এফডিআর এ আইএফআইসি ব্যাংক যে কোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৮.৫০%
  • ২ বছর ও ৩ বছর মেয়াদী এফডিআর এ আইএফআইসি ব্যাংক যে কোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৮.৫০%


আইএফআইসি ব্যাংক এফডিআর এর সুদের হার

আইএফআইসি ব্যাংকের দূর্দান্ত মাসিক ইনকাম স্কীম, প্রতিমাস এবং অর্জন স্কীমের ইন্টারেস্ট রেট সর্বোচ্চ ইন্টারেস্ট রেট।

  1. ১ বছর মেয়াদী ইন্টারেস্ট ১০%
  2. ২ বছর মেয়াদী ইন্টারেস্ট ১০.১০%
  3. ৩ বছর মেয়াদী ইন্টারেস্ট ১১%


১ লক্ষ টাকায় আইএফআইসি ব্যাংক এফডিআর এর মুনাফার পরিমান

আইএফআইসি ব্যাংক ১ বছরে ১ লক্ষ টাকায়  মুনাফা প্রদান করে ১০,০০০ টাকা ট্যাক্স কর্তনের পূর্বে।

১ লক্ষ টাকায় মাসিক নীট মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে ৮৩৩ টাকা।

 টিন সার্টিফিকেট থাকলে ১০% ট্যাক্স কর্তনের পর  নীট মাসিক মুনাফা প্রদান করে ৭৪৯ টাকা।  টিন সার্টিফিকেট না থাকলে ১৫% ট্যাক্স কর্তনের পর নীট মুনাফা প্রদান করে ৭০৮ টাকা মাসিক।


বিস্তারিত পড়ুন - আইএফআইসি ব্যাংক এফডিআর রেট

আইএফআইসি ব্যাংক এফডিআর  অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • একাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  • একাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। একাউন্ট হোল্ডারের ২ কপি ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে।
  • নমিনীর এন আই ডি, বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  • নমিনীর ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।
  • জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই ইউপি বা পৌরসভা চেয়ারম্যানের ছবি যুক্ত প্রত্যয়নপত্র প্রদান করতে হবে।
  • টিন সার্টিফিকেট যদি থাকে। টিন সার্টিফিকেট থাকলে আপনার ১০% ট্যাক্স কর্তন হবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন